আমরা জানি সাধারনত ডেস্কটপ কম্পিউটার হল একটা মনিটর, একটা পিসি, একটা কিবোর্ড ও একটা মাউসের সংমিশ্রণে একটি ডেস্কটপ কম্পিউটার তৈরি হয় যা থেকে অনেক কিছু তৈরি বা ব্যবহার করা যায়। এছাড়াও কম্পিউটার তৈরি করতে কম্পিউটারের মধ্যে মাদারবোর্ড, হার্ডডিক্স, র্যাম, প্রসেসর, ইত্যাদির প্রয়োজন হয় যা থেকে তৈরি হয় একটা কম্পিউটার আর কম্পিউটার হল বহুমুখী কাজ করার একটি যন্ত্র যা থেকে আপনি করতে পারবেন অনেক কাজ, যার শুরু আছে শেষ নেই। তাই সকল প্রকার কাজ শিখতে হলে আপনাকে কম্পিউটার ভালোভাবে বুঝতে হবে এবং কম্পিউটার থেকে কি কি করা যায় তা জানতে হবে। তবে আমার জানামতে কম্পিউটারের কাজ একবার শুরু করলে তা আর শেষ করা যায় না কারণ এর শুরু আছে শেষ নেই অনেক অনেক রকমের কাজ করা যায়। এটাতে আপনি করতে পারবেন না এরকম কোন কাজ কম্পিউটারের মধ্যে হয় না। সত্যি বলতে আমি নিজেই কম্পিউটারের সব কাজ পারি বা বুঝি না। তবে একটু একটু বুঝি যা আপনাদের শেখানোর জন্যই এই সাইট তৈরি করা হলো।
"ধন্যবাদ"
0 মন্তব্য(গুলি):
Post a Comment