ব্যানার বিজ্ঞাপন দেয়ার জন্য যোগাযোগ করুন

01 July 2018

What is the Android mobile phone ? | এন্ড্রয়েড মোবাইল ফোন কি ?

এন্ড্রয়েড কি ? এন্ড্রয়েড হলো একটি অপারেটিং সিস্টেম । যেমন নকিয়ার জন্য জাভা ও স্যাম্বাইন এবং কম্পিউটারের উইন্ডোজ হচ্ছে তার অপারেটিং সিস্টেম । এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বর্তমান বাজারের বেশিরভাগ মোবাইল কোম্পানিরা তাদের মোবাইল বা টেবলেটে ব্যাবহার করেন । স্যামসাং, মটোরোলা এবং এইচ.টি.সি এর মত বড় বড় মোবাইল ফোন
নির্মাতা কোম্পানিরা তাদের ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েড ব্যাবহার করেন । এন্ড্রয়েডের নির্মাতা গুগল কোম্পানি নিজেই । গুগল পরিচালনা করেন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম । এন্ড্রয়েডের মার্কেট হিসেবে আছে গুগল প্লে স্টোর । যেখানে আপনি এন্ড্রয়েডের জন্য পাবেন হাজার হাজার সফ্টওয়্যার, থিম, লাঞ্চার ও বিভিন্ন গেইম । এক কথায় এন্ড্রয়েড এমন একটি অপারেটিং সিস্টেম, যেখানে আপনি সহজেই একটি ফোনের মাধ্যমে সব কিছু ব্যাবহার করতে পারবেন ।

"ধন্যবাদ"
Share:

0 মন্তব্য(গুলি):

Post a Comment

আমাদের ফেজবুক লাইক পেজ

এই সাইটের মোট দর্শক সংখ্যা

Translate this site