চালু অবস্থায় ল্যাপটপের ঢাকনা নামিয়ে দিলে বা অনেক্ষণ নিস্ক্রিয় থাকলে হার্ড স্লিপ হয়ে এমনটা হতে পারে । এই সমস্যা লেনোভো ল্যাপটপগুলিতে বেশি হয় । পাওয়ার বাটন কয়েক সেকেন্ড চেপে রেখে পূরোপূরি অফ করে ফেলুন এবার অন করুন । প্রয়োজনে ব্যাটারি খুলে ফেলুন আবার লাগান এবার অন করুন । এরপরও অন না হলে র্যামের সমস্যা । পারলে নিজে খুলে চেক করুন না পারলে ভালো টেকনিশিয়ানের শরণাপন্ন হন ।
"ধন্যবাদ"
0 মন্তব্য(গুলি):
Post a Comment