ব্যানার বিজ্ঞাপন দেয়ার জন্য যোগাযোগ করুন

04 July 2018

নকিয়া মোবাইলের সমস্যা তথ্য | Nokia Mobile problem information |

আসুন শুরু করা যাক¦সমস্যা কয় প্রকার ? সমস্যা সাধারনত কারনে হয়, যেমন-হার্ডওয়ার ও সফটওয়ার । এখানে NOKIA মোবাইলের সমস্যাগুলো আলোচনা করা হল । হার্ডওয়ার সমস্যা সাধারনত মাদারবোর্ডের কোন কম্পোনেন্ট নষ্ট হওয়াকে বুঝায় । যেমন-ফোন অন না হওয়া, রিংটোন বাজে না, চার্জ না নেয়া বা ব্যাটারিতে চার্জ না থাকা, ফোনে কথা না শোনা বা বললে কথা না যাওয়া, ইনসার্ট সিম কার্ড দেখানো সিম থাকা সর্তেও, নেটওয়ার্ক আপডাউন বা নো নেটওয়ার্ক, ডিসস্প্লে না আসা লোকাল মোড বা টেস্ট মোড শো করা । সফটওয়ার সমস্যা সাধারনত code file corrupted হলে, PM (Permanent Memory) সমস্যা হলে, IMEI 1234561254321 ? ইত্যাদি । code সমস্যা হলে ফোন হ্যাং করা, ফোন ডেড হওয়া, ফাংশন ঠিকমত কাজ না করা, জাতীয় সমস্যা দেখা যায় । PM file এও সমস্যা হলে উপরক্ত সমস্যাগুলো দেখা দিতে পারে কিন্তু প্রধান যে সমস্যাটা হয় তা হল নো নেটওয়ার্ক, নেটওয়ার্ক আপডাউন ।  agency information corrupted বা missing হলে IMEI 1234561254321 ? বা ইত্যাদি ইত্যাদি দেখা য়ায় । এছাড়া User lock, Network lock (SP lock) ইত্যাদি Unlock করা সফটওয়ারের মাধ্যমে সম্ভব । অন্যান্য ব্র্যান্ড যেমন Samsung, SonyEricsson, Motorola, HTC, Blackberry, iPhone মোবাইল গুলোর হার্ডওয়ারের সমস্যাগুলো সাধারনত একই রকম কিন্তু সফটওয়ার প্ল্যাটফর্ম আলাদা তাই সমস্যাগুলো বিভিন্ন রকম । আশাকরি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো ।
Share:

0 মন্তব্য(গুলি):

Post a Comment

আমাদের ফেজবুক লাইক পেজ

এই সাইটের মোট দর্শক সংখ্যা

Translate this site