ব্যানার বিজ্ঞাপন দেয়ার জন্য যোগাযোগ করুন

04 July 2018

পিসি আপনা আপনি বারবার রিস্টার্ট করছে ? PC is automatically restarting ?

কম্পিউটার ঠিকমতো চালু হচ্ছে হয়তো অপারেটিং সিস্টেমও লোড হচ্ছে তারপর হঠাৎ করে বন্ধ হয়ে রিস্টার্ট করছে ।
র‌্যামের সমস্যা বা ভিন্ন ভিন্ন বাসস্পিডের র‌্যাম থাকলে এমনটি হতে পারে । একই বাস স্পিডের র‌্যাম সবসময় ব্যবহার করবেন । খেয়াল করবেন র‌্যাম স্লটে ঠিকমতো বসানো আছে কিনা । এরপর যদি একাধিক র‌্যাম ব্যবহার করে থাকেন তাহলে খেয়াল করুন সবগুলোই একই বাসস্পিডবিশিষ্ট কিনা । সিস্টেম স্ট্যাবিলিটির জন্য একই বাসস্পিডবিশিষ্ট র‌্যাম ব্যবহার করা খুবই জরুরি । প্রসেসর অত্যাধিক গরম হয়ে যাওয়া । প্রসেসর যখন বেশি গরম হয়ে যায় প্রসেসরে থার্মাল প্রটেকশন সিস্টেম নিজে থেকে কম্পিউটার অফ করে দেয় । এজন্য প্রসেসর ফ্যান, হিটসিংক পরিষ্কার করুন, প্রয়োজনে বদলে ফেলুন এরপরও ঠিক না হলে বুঝবেন প্রসেসরের সমস্যা, বদলাতে হবে । মারাত্মক ধরণের কোনো ভাইরাস/বুট সেক্টর ভাইরাসের কারণেও এমনটা হতে পারে । এজন্য বাজারের ভালো হালকা কোনো অ্যান্টিভাইরাস কিনে ব্যবহার করুন । মাদারবোর্ডের কোনো সমস্যাতেও এমনটা হতে পারে তবে প্রথম চেক করার বিষয় কুলিং সিস্টেম ও প্রসেসর । মাঝে মাঝে কোনো সফটওয়্যার ইন্সটলেশনের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে । কাজেই মনে করুন এই সমস্যা করার আগে কোন কাজটি করেছিলেন । মনে থাকলে সেটি রিমুভ করে ফেলুন । পিসিতে নতুন সংযুক্ত কোনো হার্ডওয়্যার কনফ্লিক্টের কারণেও এটি হতে পারে । এমতাবস্থায় হার্ডওয়্যারটি খুলে ড্রাইভার আনইন্সটল করুন । সিপিইউর যন্ত্রাংশে ধুলাবালি জমেও এমনি হতে পারে । তাই নিয়মিত কম্পিউটার পরিষ্কার রাখুন ও যতটা সম্ভব শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন । বায়োসে সিপিইউ ফ্যানের প্রোফাইলে সমস্যার কারনেও এটা হতে পারে । হয়তো আপনার ফ্যান প্রোফাইল সাইলেন্ট করে রাখা, একারনে দরকারি হেভীওয়েট কাজের সময় সিপিইউ পর্যাপ্ত তাপ নির্গমন করতে না পেরে পিসি রিস্টার্ট নেয় । এক্ষেত্রে বায়োসে গিয়ে ফ্যান প্রোফাইল ইন্টিলিজেন্ট বা টার্বো করে দিন । আর ভোল্টেজ উঠানামার কারণেও এমনটা হতে পারে । এজন্য ইউপিএস ব্যবহার করুন ।
Share:

0 মন্তব্য(গুলি):

Post a Comment

আমাদের ফেজবুক লাইক পেজ

এই সাইটের মোট দর্শক সংখ্যা

Translate this site