Home »
এন্ড্রয়েড
» 2018 সালেও গুগলের এন্ড্রয়েড আপডেট | Google's Android update in 2018 |
প্রতিবছর গুগল এ তাদের সেবাগুলোর আপডেট ও সামনের বছরের জন্য নতুন নতুন সেবা চালুর ঘোষণা দেয়
। এমনিতেই গুগলের নানান
ধরনের সেবায় আমাদের জীবনকে
মুগ্ধ করে রেখেছে । গুগলও প্রতিনিয়ত তাদের সেবাগুলোকে আরও সহজ ও সময়োপযোগী করতে মরিয়া
হয়ে চেষ্টা চালাচ্ছে
। তাছাড়া নিত্যনতুন ফিচার এনে মানুষকে আরও আকৃষ্ট করে ফেলছে গুগল
। গত 2018 সালের সম্মেলনে এ ধরণের বেশকিছু ফিচারের কথা ঘোষণা করেছে গুগল
। 2018 তে গুগলের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম ‘এন্ড্রয়েড পি’ দিয়ে
শুরু করলো । 2018 সালের সম্মেলনে গুগল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের নতুন এ সংস্করণের কথা ঘোষণা করে
। সেখানে এসে গেছে এন্ড্রয়েড এর পরবর্তী আপডেট ‘এন্ড্রয়েড-পি’ ব্যবহারকারীদের জন্য বেশ আরামদায়ক করে সাজানো হয়েছে এন্ড্রয়েড পি । আসুন এক নজরে দেখে নেই পরিবর্তনের হাইলাইটস
_ নিউ সিস্টেম নেভিগেশন _ ভলিউম কন্ট্রোল _ কুইক সেটিং _ হোম স্ক্রিন _ নোটিফিকেশন বার । বড়সড় পরিবর্তন এসেছে হোম স্ক্রিনে
। এন্ড্রয়েড ফোনের উপরে আমরা যে গুগল সার্চ বক্স দেখে এসেছি সেটি টাইপিং এর সুবিধার্থে নিচে নামানো হয়েছে, হাতের আঙ্গুলের নাগালে নিয়ে আসা হয়েছে
। শুধুমাত্র হোম স্ক্রিনের উপরের দিকে স্লাইড আপ করে পেয়ে যাবেন সবগুলো এপস আইকন, যেখান থেকে ব্যবহারকারী তার পছন্দের অ্যাপলিকেশনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন
। শুধু তাই নয়, নিচের দিকে রিসেন্ট এপস শিফটের জন্য যোগ করা হয়েছে বিশেষ ডেডিকেটেড আইকন, যেটি মাল্টি টাস্কিংকে আরো সহজ করে দেবে
। সেটিংস আইকনকেও হোমে সংযুক্ত করা হয়েছে
। ফলে কুইক সেটিংস আরও কুইকলি করা যাবে
। মাল্টি টাস্কিংয়ের সুবিধার্থে সবচেয়ে আকর্ষণীয় করা হয়েছে স্ক্রিন স্প্লিট অপশন, যেখানে স্ক্রিনকে কয়েকটি ভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন এপ্লিকেশন নিয়ে কাজ করা যাবে
। সাউন্ড ভলিউম আপ-ডাউন, নেভিগেশন ঠিক এর ফিজিক্যাল বাটনের পাশেই প্রদর্শিত হবে পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসঙ্গে চেপে ধরে সাউন্ড মোড পরিবর্তন করা যাবে
। এবার আসি ব্যাটারি প্রসঙ্গে
। স্মার্টফোন ব্যাবহারকারীদের সবচেয়ে বেশি অভিযোগের কারন
হয় ব্যাটারির স্থায়িত্ব নিয়ে
। ‘এন্ড্রয়েড পি’ আপনাকে ব্যাটারী ব্যবহারের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সার্বক্ষণিক গাইড করবে এবং কোন এপস কতটুকু ব্যাটারি কনজিউম করছে, কিংবা আপনার অজান্তে অলস কোন এপস ব্যটারি চার্জ নষ্ট করছে কিনা, তা আপনাকে নোটিফিকেশন এর মাধ্যমে জানিয়ে দেবে
। গুগল আপনার ডিভাইস চালানোকে আরও মসৃণ করার জন্য মেশিন লার্নিং টেকনোলজির মাধ্যমে ব্যবহারকারীর ইউজার হ্যাবিট বুঝতে পারবে এবং সে অনুয়ায়ী প্রয়োজনীয় সাজেশন দিয়ে সাহায্য করতে পারবে
। সবমিলিয়ে বলা যায় আমাদের স্মার্টফোনকে আরো স্মার্ট করতে ‘এন্ড্রয়েড পি’ নতুন সাজে সেজেছে
! আপাতত এর বেটা ভার্সন পিক্সেল ফোন এবং গুগল অনুমোদিত হ্যন্ডসেট গুলোতে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা
আছে ।
0 মন্তব্য(গুলি):
Post a Comment