ব্যানার বিজ্ঞাপন দেয়ার জন্য যোগাযোগ করুন

04 July 2018

কম্পিউটারের বিভিন্ন সমস্যার নিজেই সমাধান করা শিখুন । Learn to solve computer problems by itself ।

এজন্য যা করতে হবে→কম্পিউটারের যন্ত্রপাতিগুলি সম্পর্কে সেগুলোর কাজ সম্পর্কে জানুন পড়ুন গুগোল সার্চ করুন । বিভিন্ন সমস্যায় কম্পিউটার  নিজেই বলে দেয় কী সমস্যা হয়েছে ? কী করতে হবে সেটাও অনেকসময় বলে দেয় । আপনাকে শুধু ইংরেজি সেই বার্তাটা বুঝতে হবে । আপনি যখন থেকে কম্পিউটারের সেই ভাষা, সেই আর্তনাদ, আকুতি ও কান্না বুঝা শুরু করবেন তখন থেকেই এক্সপার্ট হওয়া শুরু করবেন । কম্পিউটার কি সমস্যার কথা বলছে সেটা গুগোলে লিখে সার্চ করুন । পিসিতে হোক বা মোবাইলে । এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান ইন্টারনেটে নেই, শুধু ঝামেলা হল হাজার জনের  দেয়া হাজারটা উত্তর থেকে পারফেক্ট উত্তরটা খুঁজে বের করা । তবে আপনি যদি একটু বুদ্ধি খাঁটান এবং খেয়াল করলে দেখবেন সঠিক উত্তরগুলো প্রায় একই রকম কিছু জায়গা থেকে কিছু ওয়েবসাইট থেকে আসছে । কম্পিউটারের ভেতরেই কম্পিউটারের হালকা সমস্যা, সমস্যার কারণ ও সমাধানের উপায় দেয়া আছে যার নাম ট্রাবলশুটিং ট্রউব্লেশুতিং । সেটিংস/সেটআপ/কন্ট্রল প্যানেলে গিয়ে Troubleshooting লিখে সার্চ করুন দেখবেন আপনাকে দেখাকে আপনি কিসের ট্রাবলশুট করতে চান অডিও, ইন্টারনেট, ভিডিও , প্রিন্টার নাকি অন্য কিছু ? ক্লিক করে স্টেপ অনুসরণ করুন ।
Share:

0 মন্তব্য(গুলি):

Post a Comment

আমাদের ফেজবুক লাইক পেজ

এই সাইটের মোট দর্শক সংখ্যা

Translate this site